পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ: ডাকসুতে পোস্টার-লিফলেটহীন প্রচারণায় জাকির
- ২৮ আগস্ট ২০২৫, ১৮:৫৩
ডাকসু নির্বাচনে এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন মাস্টারদা’ সূর্যসেন হল সংসদের স্বতন্ত্র সদস্য পদপ্রার্থী জাকির হাসান (সাগর মিয়া)। পরিবেশ রক্ষার স্বার্থে তিনি ঘোষণা দিয়েছেন, প্রচারণায় কোনো পোস্টার বা লিফলেট ব্যবহার করবেন না। সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রচারণা চালাবেন।
জাকির হাসান বলেন, ডাকসুতে এবার (কেন্দ্র) ৪৭১ জন প্রার্থী এবং প্রত্যেক হল-সংসদেও অনেক প্রার্থী রয়েছেন। আমার হল, মাস্টারদা' সূর্যসেন হল-সংসদে ৭৫ জন প্রার্থী। অন্যান্য হলের চিত্রও ঠিক এমনই। সে ক্ষেত্রে একজন ভোটারকে প্রায় ৫৪৬টি লিফলেটের সম্মুখীন হতে হবে। এতে প্রতিটি ভোটার শত শত লিফলেটের সম্মুখীন হন, যা শেষ পর্যন্ত ক্যাম্পাসে আবর্জনার স্তূপ তৈরি করে। এগুলো ড্রেনে গিয়ে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ায়।
তিনি বলেন, ঢাকা শহরের ড্রেনের অবস্থা এমনিতেই খুব একটা সুবিধার নয়। কারণ, একটু ভারী বৃষ্টি হলেই ক্যাম্পাস মিনি কক্সবাজারে পরিণত হয়। ড্রেনের ভেতরে এসব পোস্টার-লিফলেট অক্সিজেনের অভাবে পচা শুরু করলে তা থেকে সৃষ্টি হবে মিথেন গ্যাস। মিথেন (CH4) একটি গ্রিনহাউস গ্যাস, যা কার্বন ডাই-অক্সাইডের চেয়ে ২৫-৩৬ গুণ বেশি শক্তিশালী। এটি বায়ুমণ্ডলে তাপ ধরে রেখে বৈশ্বিক উষ্ণায়ন ত্বরান্বিত করে।
তিনি আরও উল্লেখ করেন, প্রচলিত প্রচারণা পদ্ধতি থেকে সৃষ্ট কাগজের অপচয় এবং মিথেন গ্যাস নিঃসরণের মতো পরিবেশগত ক্ষতি কমাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তার ভাষায়, প্রতি বছর শুধু কাগজ তৈরির জন্য প্রায় ৪০ কোটি গাছ কাটা হয়। আমি চাই, যে কাগজ দিয়ে লিফলেট ছাপানো হতো, তা যেন বই বা গবেষণাপত্র ছাপাতে ব্যবহার হয়।
এছাড়া ডাকসুর অন্য প্রার্থীদেরও পরিবেশবান্ধব প্রচারণা পদ্ধতি গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।