ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

বিজিবির অভিযানে জব্দ করা চোরাই পণ্য
বিজিবির অভিযানে জব্দ করা চোরাই পণ্য © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় বিশেষ অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। বুধবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৪টায় সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

অভিযানে ভারতীয় উন্নতমানের সানগ্লাস ৩ হাজার ৮৫২টি ও সিগারেট ৯১৭ প্যাকেট জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৫ লাখ ৫৮ হাজার ১৫০ টাকা। এসব মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২৫ আগস্ট একই ব্যাটালিয়নের অভিযানে ২৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকার ভারতীয় ফুচকা ২ হাজার ১৭৫ কেজি ও জিরা ৮১০ কেজি আটক করে কাস্টমসে জমা দেওয়া হয়।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেণ, ‘ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে কোনো প্রকার চোরাচালান বা মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এ ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’