জাকসু নির্বাচনে আপিল শুনানির পর প্রার্থিতা ফিরে পেলেন ১৫ জন
- ২৮ আগস্ট ২০২৫, ১৪:০২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে আপিল আবেদনের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৫ জন। বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বিষয়টি জানান।
এ কে এম রাশিদুল আলম বলেন, ১৫টি আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে মনোনয়নে যে সমস্ত ভুলত্রুটি ছিল আবেদনকারীরা, সে ত্রুটি সংশোধন করে দিয়েছেন। প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচন কমিশন ত্রুটিসমূহ উপস্থাপন করে। পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের সামনে তারা ত্রুটিসমূহ সংশোধন করে নির্বাচন কমিশনের নিকট আপিল করেন। নির্বাচন কমিশন দাখিল করা আপেল আমলে নিয়ে সংশোধিত ১৫টি মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে।
এর গত ২৫ আগস্ট নির্বাচন কমিশন খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করে। এতে ২০ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়। পরবর্তী সময়ে ২৬ আগস্ট বাতিল হওয়া মনোনয়নপত্রের পক্ষে আপিল গ্রহণ করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্রের ভুলত্রুটি সংশোধনপূর্বক আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ১৫টি মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করে।
আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বিকাল চারটা পর্যন্ত নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। আগামী ২৯ আগস্ট শুক্রবার প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হলে এদিন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।