ইউআইইউতে গবেষণা ও উদ্ভাবন সপ্তাহ সমাপ্ত: শিক্ষা, গবেষণা ও শিল্পের মিলনমেলা

সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বৈজ্ঞানিক পোস্টার প্রেজেন্টেশন পুরস্কার বিতরণী
সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বৈজ্ঞানিক পোস্টার প্রেজেন্টেশন পুরস্কার বিতরণী © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সফলভাবে সম্পন্ন করেছে তাদের প্রধান আয়োজন ‘গবেষণা ও উদ্ভাবন (আরঅ্যান্ডআই) সপ্তাহ ২০২৫’। চার দিনের বিশেষ কর্মসূচি, যা একাডেমিয়া ও শিল্প খাতের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা জোরদার করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল। এই আয়োজন একত্র করেছে শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, শিল্প পেশাজীবী ও উদ্দীপ্ত শিক্ষার্থীদের, যেখানে তারা জ্ঞান বিনিময়, গবেষণা উপস্থাপন এবং বাস্তব জীবনে প্রভাব ফেলতে সক্ষম উদ্ভাবন নিয়ে আলোচনা করেছেন।

সপ্তাহটি শুরু হয় উদ্বুদ্ধকর এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (এসওএসই) ডিন প্রফেসর ড. হাসান সরওয়ার সভাপতিত্ব করেন। এর মধ্য দিয়ে সূচনা হয় বহুমুখী আয়োজনের, যেখানে অন্তর্ভুক্ত ছিল মূল প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা, গবেষণা প্রেজেন্টেশন এবং শিক্ষার্থীদের পোস্টার প্রতিযোগিতা।

সপ্তাহজুড়ে বিশিষ্ট বক্তা ও শিল্পনেতারা তাদের অভিজ্ঞতা ভাগ করেছেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে—যেমন সাইবার নিরাপত্তা, সেমিকন্ডাক্টর উদ্ভাবন, ডিজিটাল স্বাস্থ্যসেবা, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে গল্প বলা, টেকসই উন্নয়নের জন্য উন্নত আবরণ প্রযুক্তি এবং আগামী প্রজন্মের ব্যবসায়িক দক্ষতা। সমাজবিজ্ঞান বিভাগে আলোচনা হয়েছে শিক্ষা গবেষণা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) অর্জনে গণমাধ্যমের ভূমিকা এবং মানবিক সহায়তা তহবিল ব্যবস্থাপনা নিয়ে। অন্যদিকে, জীবনবিজ্ঞান সেশনে গুরুত্ব পেয়েছে মাইক্রোবায়াল জিনোমিকস, ঔষধশিল্পে উদ্ভাবন এবং বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বিত আন্তঃবিষয়ক গবেষণা।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের গায়েবানা নামাজ পড়লেন চুয়েট শিক্ষার্থীরা

এ আয়োজনে ইউআইইউর সঙ্গে অংশ নিয়েছে বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান ও শিল্পনেতা—সেফালো বাংলাদেশ, উলকাসেমি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, এসিএমই ল্যাবরেটরিজ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, সাজিদা ফাউন্ডেশন, এসকিমি, বেঙ্গল মিট, ইনস্পিরা অ্যাডভাইজরি, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার এবং আইসিডিডিআরবি। এসব প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা সাইবার নিরাপত্তা, সেমিকন্ডাক্টর চাহিদা, ডিজিটাল স্বাস্থ্যসেবা, টেকসই আবরণ প্রযুক্তি, এআই-চালিত ব্যবসায়িক কৌশল, মাইক্রোবায়াল জিনোমিকস, ফার্মাসিউটিক্যাল গবেষণা ও মানবিক তহবিল ব্যবস্থাপনা বিষয়ে উদীয়মান প্রবণতা নিয়ে আলোচনা করেন।

সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বৈজ্ঞানিক পোস্টার প্রেজেন্টেশন পুরস্কার বিতরণী, যেখানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জেইউএসটি) উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মজিদ আনুষ্ঠানিকভাবে আরঅ্যান্ডআই সপ্তাহের সমাপ্তি ঘোষণা করেন এবং সেরা শিক্ষার্থী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন। অতিথি ও শিক্ষকবৃন্দ পোস্টারগুলো মূল্যায়ন করেন সৃজনশীলতা, বৈজ্ঞানিক কঠোরতা ও প্রভাবের ভিত্তিতে।

সমাপনীতে বক্তৃতাকালে শিক্ষক নেতারা উল্লেখ করেন যে, ইউআইইউ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ধারণা রূপ নেয় বাস্তবায়নে এবং শিক্ষার্থীরা শিল্পখাত ও সমাজের বাস্তব চাহিদার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। অনুষ্ঠানে বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।