হল সংসদ নির্বাচনে তাহসিনের অভিনব প্রচারণা
- ২৭ আগস্ট ২০২৫, ১৬:২৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে ভিন্নধর্মী প্রচারণা চালিয়ে শিক্ষার্থীদের দৃষ্টি কাড়ছেন মো. তৌহিদুর রহমান তাহসিন নামে এক প্রার্থী। প্রচলিত ঘরানার লিফলেটের পরিবর্তে তিনি এক টাকার প্রতীকী নোটে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
জানা গেছে, তৌহিদুর রহমান তাহসিন শেখ মুজিবুর রহমান হল সংসদ নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
ভিন্নধর্মী প্রচারণার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে তাহসিন বলেন, আইডিয়া দিয়েই পৃথিবী বদলে দেওয়া যায়। সমাজসেবা সম্পাদক হিসেবে মূল দায়িত্ব হলো ক্রাইসিস ম্যানেজমেন্ট বা সংকট মোকাবিলা। এজন্য প্রয়োজন সৃজনশীল ও ভিন্নধর্মী চিন্তাধারা। আমার ব্যালট যেহেতু ব্যালট নং ১, তাই প্রচারণার মাধ্যম হিসেবেই এক টাকার নোটকে বেছে নিয়েছি।