‘অযৌক্তিক’ তিন দফা দাবির প্রতিবাদে গাজীপুরে ‘ব্লকেড’ ডিপ্লোমা প্রকৌশলীদের
- ৩১ আগস্ট ২০২৫, ২০:৪৭
বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের হেনস্তা এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের ‘অযৌক্তিক’ তিন দফা দাবির প্রতিবাদে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে তীব্র যানজটে ভোগান্তি পোহাতে হয়েছে পরিবহন চালক ও যাত্রীদের।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ চান্দনা চৌরাস্তায় ‘ব্লকেড’ করেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার এস এম আশরাফুল ইসলাম বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাজার হাজার মানুষ অবস্থান নেয়। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়।
রাত সাড়ে ৮টার দিকে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় এবং যান চলাচল শুরু হয়। কিন্তু রাত ৯টার দিকেও যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিপ্লোমা প্রকৌশলীরা বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগরীর শিমুলতলী রোডের সিটিটি মোড়ে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে তারা জয়দেবপুরের শিববাড়ি মোড় হয়ে চান্দনা চৌরাস্তায় এসে অবরোধ করেন।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির লাইন ম্যান রমজান আলী জানান, প্রায় দুই ঘণ্টা আগে গাজীপুর মহানগরের ভোগড়াসহ বিভিন্ন এলাকা থেকে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়াসহ নানা সমস্যার কারণে অভিযোগ আসে। কিন্তু যানজটের কারণে অভিযোগগুলোর যাওয়া সম্ভব হচ্ছে না।