বিসিবির হাতে বিপিএলের দুর্নীতি-অব্যবস্থাপনার তদন্ত রিপোর্ট
- ৩০ আগস্ট ২০২৫, ১১:২০
বিপিএলের ১১তম আসরের দুর্নীতি ও অব্যবস্থাপনা খতিয়ে দেখার জন্য সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করেছিলেন। তিনি আর সভাপতির দায়িত্বে না থাকায়, কমিটি তাদের প্রাথমিক তদন্ত রিপোর্ট বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে জমা দিয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করছে যে, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ পদ্ধতিগত ব্যর্থতার অভিযোগ খতিয়ে দেখার জন্য গঠিত সত্যানুসন্ধান কমিটি বোর্ড সভাপতির কাছে তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে।’
সর্বশেষ বিপিএল আসরে ক্রিকেটার পারিশ্রমিক, ফ্র্যাঞ্চাইজির অপেশাদারিত্ব ও ফিক্সিংসহ নানা ইস্যু বারবার শিরোনাম হয়েছে। এই নেতিবাচক খবরের কারণে বিসিবিও সমালোচনার মুখে পড়েছে। সব অব্যবস্থাপনা খতিয়ে দেখতে সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল। এবার তাদের প্রাথমিক রিপোর্ট বোর্ডের কাছে পৌঁছেছে।
এ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘আন্তর্জাতিক মানদণ্ড ও আইসিসির গাইডলাইন অনুসারে বিসিবি শক্তভাবে জানাচ্ছে যে রিপোর্টটি গোপনীয়তার সঙ্গে এবং যথাযথ প্রক্রিয়ায় পর্যালোচনা করা হবে। বোর্ড আবারও উল্লেখ করেছে যে রিপোর্টটিতে উল্লেখিত কোনো ব্যক্তি বা সত্তা, বিসিবির গঠনতন্ত্র, আইসিসির দুর্নীতি বিরোধী বিধি এবং প্রযোজ্য আইনের অধীনে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিচারাধীন থাকবে। এই পর্যায়ে কোনো নাম প্রকাশ করা হবে না, যাতে তদন্তের স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট সকলের অধিকার রক্ষা করা যায়। বিসিবি কমিটির সুপারিশগুলো মনোযোগের সঙ্গে পর্যালোচনা করবে এবং যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’
এছাড়া নতুন আসরে সংস্কার হিসেবে কিছু পরামর্শ দিয়েছে কমিটি। প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘প্রাথমিক রিপোর্টে বিপিএলের পরবর্তী আসর সুষ্ঠুভাবে আয়োজনের পূর্বশর্ত হিসেবে কিছু জরুরি সংস্কারমূলক পদক্ষেপ প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে রয়েছে: ফ্র্যাঞ্চাইজি পরিচালনা, দুর্নীতি বিরোধী তদারকি এবং কাঠামোগত নিরাপত্তা। বিসিবি আরও জানিয়েছে যে অনুসন্ধান কমিটি চূড়ান্ত প্রতিবেদন আগামী মাসের শেষে জমা দেবে বলে প্রত্যাশা করা যাচ্ছে, যেখানে বিস্তারিত অনুসন্ধান ও কাঠামোগত সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত থাকবে। এই পর্যায়ে, বিসিবি প্রাথমিক রিপোর্ট সংক্রান্ত বা সংশ্লিষ্ট বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।’
উল্লেখ্য, বিপিএলের সর্বশেষ আসরের ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল।