গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন © টিডিসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের আইনে তা সংযুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীরা অধিকার আদায়ে ব্যর্থ হচ্ছে। তেমনি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে দেশ কোনো মেধাবী নেতৃত্ব পাচ্ছে না। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন থাকায় প্রশাসনকে কোনো রূপ জবাবদিহির আওতায় আনা যাচ্ছে না। ছাত্র সংসদ থাকলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্রদের কথা বলার একটি জায়গা তৈরি হবে। আরও বড় একটি বিষয় হলো ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান এবং ক্ষমতাশালী দলের ছাত্র সংগঠনগুলোর একক আধিপত্য কিছুটা হলেও রোধ করা সম্ভব হবে।’