ডাকসু নির্বাচন স্ক্যামে পরিণত হলে বর্জন করব: মেঘমল্লার বসু

সংবাদ সম্মেলনে মেঘমল্লার বসু
সংবাদ সম্মেলনে মেঘমল্লার বসু © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন স্ক্যামে পরিণত হলে বর্জন করবেন বলে জানিয়েছেন ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের জিএস প্রার্থী মেঘমল্লার বসু। মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মেঘমল্লার বসু বলেন, আমরা যদি বুঝতে পারি পুরো ভোটের ব্যাপারটি একটি স্ক্যামে পরিণত হচ্ছ, তাহলে এমন‌ও হতে পারে আমরা শেষ পর্যন্ত নির্বাচনে নাও অংশ নিতে পারি। তবে এখন পর্যন্ত নির্বাচনী যে প্রক্রিয়া তার সঙ্গেই আমরা থাকছি । আমাদের প্রচারণা ফুল স্কেলে করব। 

তিনি বলেন, প্রশাসনের কাছ থেকে আমরা যা বুঝতে পেরেছি, তা হলো মেয়েদের হলে প্রবেশ করতে চাইলে প্রতিবারই আলাদা আবেদন করতে হবে এবং নির্দিষ্ট সময়ের জন্যই সেখানে ঢোকা যাবে। অথচ আমরা তো এতদিন কোনো নিয়ম ভঙ্গ করে হলে প্রবেশ করিনি। তাহলে আমরা এখন কী করব— প্রচারণা করব নাকি অ্যাপ্লিকেশন করব?

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আসলে চান আমাদের সীমিত সময় আবেদন প্রক্রিয়াতেই নষ্ট হোক। এতে স্পষ্ট বোঝা যায়—এখানেও টাকার প্রভাব আর মাসল পাওয়ারই কাজ করবে। যার টাকা, মাসল পাওয়ার আছে তারা জিতবে। অন্য প্যানেল অংশগ্রহণ করতে পারবে না। এটা বলে দেন তাহলে আমরা এখন থেকেই নির্বাচন থেকে সড়ে দাঁড়াই।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিবেচনা করবে—কারা আচরণবিধি ভঙ্গ করে রাত দেড়টায় রোকেয়া হলে প্রবেশ করেছে, কারা আচরণবিধি ভঙ্গ করে কোরআন বিতরণের আয়োজন করেছে, কারা আচরণবিধি ভঙ্গ করে রিডিং রুমে ঢুকেছে, এবং  কারা নির্বাচনের নিয়ম মেনে কাজ করছে।