নারীকে কুপিয়ে উল্টো মামলা দায়েরের চেষ্টা, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- ২৭ আগস্ট ২০২৫, ১৪:৫৪
লক্ষ্মীপুরে জমির সীমানা প্রাচীর নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে সুফিয়া খাতুন রিতু নামে এক নারীকে কুপিয়ে মারাত্মক জখম করে আব্দুর রহিম জুয়েল। আহত হন ঋতুর মা নূরজাহান বেগম। রবিবার( ২৪ আগস্ট) লক্ষ্মীপুর সদর উপজেলার ২ নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের হেতিমপুর গ্রামের মালের বাড়িতে এ ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আব্দুর রহিম জুয়েল থানায় উল্টো মামলা করতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে ।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঢাকায় থাকার কারণে খালি-ই থাকে হেতিমপুর গ্রামে তাদের বাড়িটি। এই সুযোগে, বাড়ির সম্পদ ভোগ দখলের পাশাপাশি সেখানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কার্যক্রম পরিচালনা করছিল জুয়েল। পরবর্তীতে, বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে; তাতে বাঁধা দেয় অভিযুক্ত জুয়েল। চাঁদা দাবির পাশাপাশি বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগও করেন, সুফিয়া খাতুন ঋতু এবং তার মা নূরজাহান বেগম।
ঘটনার পরে ভুক্তভোগী সুফিয়া খাতুন ও মা নুরজাহান বেগম সদর মডেল থানায় একটি মামলা করেন। এর কিছুক্ষণ পর ভুয়া ব্যান্ডেজ লাগিয়ে আহত হওয়ার মিথ্যা নাটক সাজিয়ে থানায় ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা করতে যান অভিযুক্ত জুয়েল। ব্যান্ডেজ দেখে সন্দেহ হলে জুয়েলের ব্যান্ডেজ চেক করে ভুয়া আহত প্রমাণিত হওয়ায় তাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, ভুক্তভোগী নারী সেদিন থানায় এসে একটি মামলা দায়ের করেন। নারীকে কোপানোর একটি ভিডিও দেখি আমরা। পরে অভিযুক্ত জুয়েলকে গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে ভুয়া ব্যান্ডেজ লাগিয়ে থানায় মামলা করতে আসে জুয়েল। আমাদের সন্দেহ হলে আমরা তাকে আটক করি। পরে তদন্ত করে তাকে মামলার আসামী হিসেবে আদালতে প্রেরণ করি। জুয়েলের বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে।