হামলা-হুমকির প্রতিবাদে মধ্যরাতে যমুনায় যাওয়ার চেষ্টা বুয়েট শিক্ষার্থীদের

বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

এক সহপাঠীর ওপর ডিপ্লোমা প্রকৌশলীদের ‘হামলা ও জবাই করে হত্যার হুমকি’র প্রতিবাদে মধ্যরাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল শিক্ষার্থী। 

সোমবার (২৫ আগস্ট) রাত পৌনে ২টার দিকে শাহবাগ মোড় হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের ব্যারিকেডে আটকে যান তারা। পরে শিক্ষার্থীরা সাকুরা মোড়ে অবস্থান নেন।

সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’সহ বিভিন্ন স্লোগান দেন।

বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী জানান, ‘ট্রিপলই বিভাগের ১৭ ব্যাচের ছাত্র রোকনকে উপসহকারী প্রকৌশল দপ্তরে ডিপ্লোমা টেকনিশিয়ানরা জিম্মি করে রেখেছে। তাকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে। আমরা তার নিরাপত্তার জন্য প্রতিবাদ করছি। শুধুমাত্র তাদেরকে টেকনেশিয়ান বলার কারণে কেন এমন হুমকি দেয়া হলো— আমরা এ ঘটনার দ্রুত সমাধান চাই।’

একজন আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, ‘রোকনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকিদাতাদের বিরুদ্ধে ১২ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

বুয়েট শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, ‘তারা এখন কী বিষয়ে আন্দোলন করছে, তা জানার চেষ্টা করছি। বিস্তারিত জানা হয়নি।’

এর আগে নবম গ্রেডে ইঞ্জিনিয়ার পদে ন্যূনতম বিএসসি ডিগ্রি বাধ্যতামূলক করার দাবিসহ তিন দফা দাবিতে আগামী ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন বুয়েট শিক্ষার্থীরা।