শিক্ষকের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

বৈষ্ণবদাস উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
বৈষ্ণবদাস উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বৈষ্ণবদাস উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে একাধিক মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক জামাত আলীর অপসারণ দাবিতে সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থী ও এলাকাবাসী। বিদ্যালয়ের সামনের রাস্তায় দুপুরের দিকে অনুষ্ঠিত মানববন্ধনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় ব্যক্তিবর্গ জামাত আলীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বিদ্যালয় থেকে তার অবিলম্বে অপসারণ চান।

মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন গোলাপ, সহকারী শিক্ষক খাইরুল ইসলাম, আব্দুল হালিম, ফারুক মিয়া ও নজরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। সহকারী শিক্ষক খাইরুল আলম তার বক্তব্যে বলেন, শিক্ষাদানের পরিবর্তে কোনো শিক্ষক যদি চুরি করেন তবে এমন শিক্ষক বিদ্যালয়ে না থাকাই ভালো।

প্রধান শিক্ষক রুহুল আমিন গোলাপ বলেন, শিক্ষক হয়ে এমন অপকর্ম বার বার করলে তা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কলঙ্ক হয় এবং সমগ্র শিক্ষক সমাজের সম্মানের ক্ষতি করে। তিনি প্রশ্ন তোলেন, এমন কর্মকাণ্ডে জড়িত শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা কী শিক্ষা লাভ করবে?

মানববন্ধনের পূর্বে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। তারা 'এই মুহূর্তে দরকার, জামাত আলীর বহিষ্কার' স্লোগান দিয়ে বৈষ্ণবদাস উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে আশপাশের রাস্তা প্রদক্ষিণ করে। তাদের এই আন্দোলনে স্থানীয় সম্প্রদায়ের অনেক মানুষও যোগ দেন।