ইয়াবাসহ আটক ইউনিয়ন ছাত্রদল সভাপতি বহিষ্কার
- ২৬ আগস্ট ২০২৫, ২১:০৩
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আশিক মাহমুদকে ইয়াবাসহ আটক করেছে র্যাব-১৪। পরবর্তীতে শেরপুর জেলা শাখা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আশিক মাহমুদকে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট রাতে উপজেলার কালাকুমা গ্রামের বৈশাখী বাজার এলাকায় অভিযান চালিয়ে আশিক মাহমুদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃতকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করে র্যাব।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জামালপুর র্যাব-১৪ তাকে ১৪৫ পিস ইয়াবাসহ আটক করে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’