যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসা ফি বাড়ল, কার্যকর ১ অক্টোবর

যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসায় ফি বাড়ল
যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসায় ফি বাড়ল © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য বি১/বি২ ক্যাটাগরির পর্যটন ও স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভিসার ফি ১৩৫ শতাংশ বাড়ানো হয়েছে। বর্তমান ১৮৫ ডলারের পরিবর্তে নতুন ফি নির্ধারণ করা হয়েছে ৪৩৫ ডলার এটি বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৩ হাজার টাকা।

এই নতুন ভিসা ফি যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছরের শুরুতে, অর্থাৎ ২০২৫ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। নতুন সিদ্ধান্তে আগ্রহীরা যুক্তরাষ্ট্র সফরে আরও বেশি ব্যয়বহুল পরিস্থিতির মুখে পড়বেন বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

বি১/বি২ ক্যাটাগরির এই ভিসাটি সাধারণত পর্যটন, আত্মীয়-স্বজনদের দেখা এবং স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণের জন্য ব্যবহৃত হয়। তবে ভিসা ফি বৃদ্ধির পরিমাণ এতটাই বেশি যে, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ পর্যটন ভিসা ফি হিসেবে বিবেচিত হতে যাচ্ছে।

এই ফি বৃদ্ধি যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশনের (ESTA) আওতাভুক্ত দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ তারা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্র সফর করতে পারেন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কিছু ক্ষেত্রে ফি ফেরতযোগ্য হতে পারে, তবে সেটি কীভাবে বা কবে ফেরত দেওয়া হবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট কাঠামো বা নির্দেশনা নেই। ফলে আবেদনকারীদের মধ্যে এই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, এই ফি বৃদ্ধিকে ‘বড় পরিবর্তন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ সদস্যের একটি পরিবারের শুধুমাত্র ভিসা ফি বাবদ ব্যয় হবে প্রায় ২ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আড়াই লাখ টাকারও বেশি।