বৃহস্পতিবার চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা 

চাকসু ভবন
চাকসু ভবন © সংগৃহীত

আগামী বৃহস্পতিবার ঘোষণা হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল। দ্রুতই প্রকাশ করা হবে নির্বাচনের আচরণবিধি। রবিবার (২৪ আগস্ট) দুপুরে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

চাকসু নির্বাচন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, চাকসু নির্বাচনে সর্বশেষ ভর্তি হওয়া শিক্ষার্থীরাও ভোটার হিসেবে অংশ নিতে পারবেন। এছাড়া নির্বাচনী আচরণবিধির খসড়া প্রস্তুত হয়েছে। তফসিলও দ্রুত ঘোষণা করা হবে। এ সপ্তাহের শেষেই আমরা তফসিল ঘোষণা করতে পারবো বলে আশা করছি। 

আরও পড়ুন: এনসিপি নেতাকে মারধর, রুমিন ফারহানা বলেন— আমাকে ধাক্কা দিয়েছে, সো আমার লোক তো বসে থাকবে না

কমিটির আহবায়ক ড. মনির উদ্দিন বলেন, চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয় স্থাপন করা হয়েছে। আজকের মধ্যেই এর প্রস্তুতি শেষ হবে। শিগগিরই আমরা পূর্ণাঙ্গ ভোটার তালিকা পাব। একটি মিটিং করে এ সপ্তাহের শেষের দিকে তফসিল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। প্রতি শিক্ষাবর্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচনের আয়োজন করতে পেরেছে প্রশাসন। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, কয়েক দফা সংঘর্ষ ও উপযুক্ত পরিবেশ না থাকা এসব অজুহাতেই ৩৫ বছর ধরে অকার্যকর রয়েছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের স্বীকৃত এই প্লাটফর্ম।