‘আপনারা সেই কুয়াকে বিষাক্ত করছেন, যা থেকে আমাদের সবাইকে পানি খেতে হবে’

লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম
লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম © সংগৃহীত

নোংরামির যে নতুন ট্রেন্ড শুরু হয়েছে অনলাইনে, এটা তাদের ইগো ছাড়া কিছুই স্যাটিসফাই করবে না বলে মন্তব্য করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। তিনি বলেছেন, ‘যাদের কাছে ছাত্রনেতা আসিফের গোপনীয় বিষয় নিয়ে ভিডিও আছে, আমি করজোড়ে অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তা দিয়ে অনুরোধ করছি, এগুলো প্রকাশ থেকে বিরত থাকুন।’

আজ রবিবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেছেন ফাহাম আব্দুস সালাম। তিনি বলেন, ‘আপনারা বুঝতেও পারছেন না যে, আপনারা সেই কুয়াকে বিষাক্ত করছেন, যা থেকে আমাদের সবাইকে পানি খেতে হবে। আপনারা আল্লাহকে ভয় করুন। মানুষের গোপনীয় অপরাধকে আল্লাহর ওপর ছেড়ে দিন।’ 

তিনি আরও বলেন, ‘সর্বসম্মুখে নোংরামির যে নতুন ট্রেন্ড শুরু হয়েছে অনলাইনে- এটা আপনাদের ইগো ছাড়া কিছুই স্যাটিসফাই করবে না। আমাদের একটা দায়িত্ব আছে, এটা প্রমাণ করার যে ৫ অগাস্ট ছিল এক ডিফাইনিং মোমেন্ট। যেসব ছ্যাঁচড়ামি আওয়ামী জাহেলিয়ায় হতো- সেই একই কাজ যদি এখনো করতে থাকি- ফেন্সে বসে থাকা তরুণরা আপনাদেরকে প্রশ্ন করবে যে, আপনারা কীভাবে আলাদা? তারপর আপনাদেরকে বইংগা, বাঙ্গু বলে হাসাহাসি করবে।’

আরও পড়ুন: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বললেন, ‘৫ আগস্ট ঘটিয়েছে কালো শক্তি’

ফাহাম আব্দুস সালা দুঃখ প্রকাশ করে বলেন, ‘আপনারা যারা বয়সে তরুণ, তারাই বিপুল আগ্রহে এসব নোংরামি করছেন। প্রত্যেকটা পক্ষই করছে। হয়তো আমাদের বড়দের কাছ থেকেই উৎসাহ পাচ্ছেন। আমি একজন সামান্য মানুষ। আমি শুধু অনুরোধই করতে পারি যে আপনারা আবেগের বশে এসে একটা ছেলে আরেকটা মেয়ের সারা জীবনকে নষ্ট করবেন না।’

ফাহাম আব্দুস সালামের ভাষ্য, ‘আপনারা নিজেদেরকে ছোট করছেন। এর থেকে বড় হওয়ার ক্ষমতা প্রতিটি বইঙ্গার আছে। আমি বিশ্বাস করি।’