বিএনপি সংস্কারের ব্যাপারে কখনো নিষেধ করেনি: রিজভী
- ২৪ আগস্ট ২০২৫, ১৭:৪০
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপি সংস্কারের ব্যাপারে কখনো নিষেধ করেনি। সংস্কারের প্রতিটি বিএনপি উপস্থিত থেকেছে, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের কথা বলেছে। তবে নির্বাচন যাতে বিলম্বিত না হয় সে কথা বিএনপি বারবার বলে আসছে। কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন বিলম্বিত করার কথা বলে। এ উদ্দেশ্য আমরা ভালো করেই উপলব্ধি করতে পারি।’
শনিবার (২৩ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি ১৬ বছর এ দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করেছে। এই আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে। এ আন্দোলনের ওপর ভিত্তি করেই জুলাই-আগস্টে শেখ হাসিনার পতন হয়েছে।
তিনি বলেন, ‘রক্তপিপাসু হাসিনা গত ১৭ বছর ধরে গণতন্ত্রের গলায় পা দিয়ে শ্বাসরুদ্ধ করে রেখেছিল। কোমলমতি শিশু থেকে শুরু করে হাজার হাজার মানুষের রক্ত পান করেছে এই ফ্যাসিবাদী শাসক।’
রিজভী বলেন, ‘দেশের শিক্ষিত, মেহনতি ও ভদ্র সমাজ বিএনপির সদস্য হবে। তবে কোনো চাঁদাবাজ বা দখলবাজ দলে প্রবেশ করতে পারবে না। যারা গণতন্ত্রের গলায় পা দিয়ে জনগণকে শ্বাসরুদ্ধ করেছে, তারা বিএনপির সদস্য হতে পারবে না। বিএনপির সদস্য হবে সমাজের গুণীজন।’
এ সময় হাসিনার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘৩০ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত এদেশকে খুঁটে খুঁটে খেয়েছে শেখ হাসিনা। তাকে জনগণ প্রত্যাখ্যান করেছে। এখন বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, নির্বাহী সদস্য আহসান উদ্দিন খান শিপন, সাঈদুল হক সাঈদ, মোহাম্মদ শামীম আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।