মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

মওলানা ভাসানী সেতু
মওলানা ভাসানী সেতু © সংগৃহীত

গাইবান্ধা-কুড়িগ্রাম সংযোগ সড়কে মওলানা ভাসানী সেতুর কাছে মোটরসাইকেলের ধাক্কায় খোদেজা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। সেতু চালুর পর এটিই প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোদেজা বেগম ওই এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল খোদেজা বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতু চালুর পর থেকেই এই রুটে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করছে। সকাল থেকে রাত পর্যন্ত বাইকারদের ঝুঁকিপূর্ণ চলাচলে আতঙ্কে দিন কাটছে পথচারীদের। তারা জানান, নতুন সেতু দিয়ে চলাচল শুরু হওয়ার পর সড়কে শৃঙ্খলা নেই বললেই চলে। দ্রুতগতির যান নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন তারা।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে এক বৃদ্ধা নারী ঘটনাস্থলেই মারা যান।

উল্লেখ্য, গত ২০ আগস্ট উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তবে উদ্বোধনের পরদিনই সেতুতে আলো না জ্বলায় রাত নামতেই সেতু অন্ধকারে ডুবে যায়। বিদ্যুতের তার চুরি হওয়ায় সেতুর ল্যাম্পপোস্টগুলো অচল হয়ে পড়ে। অন্ধকার সেতুর ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকেই সেতু ও সংযোগ সড়কে দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। চালুর মাত্র কয়েক দিনের মাথায় মওলানা ভাসানী সেতু সংযোগ সড়কে প্রাণ গেল এক বৃদ্ধ পথচারীর।