জলবায়ু ন্যায্যতা আদায়ে তরুণদের এগিয়ে আসার বিকল্প নেই

ফরেস্ট্রি সাইন্স এন্ড টেকনলোজি ইনিস্টিউটের হল রুমে আয়োজন অনুষ্ঠিত হয়
ফরেস্ট্রি সাইন্স এন্ড টেকনলোজি ইনিস্টিউটের হল রুমে আয়োজন অনুষ্ঠিত হয় © টিডিসি ফটো

সবুজ নেতৃত্ব গড়ে তুলতে ও তরুণদের জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে পরিবেশবাদী সংগঠন ১ টাকায় বৃক্ষরোপণের আয়োজনে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রীণ লিডার্স বিল্ডাপ কর্মশালা।’ শুক্রবার (২২ আগস্ট) রাজশাহীর ফরেস্ট্রি সাইন্স এন্ড টেকনলোজি ইনিস্টিউটের হল রুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে অতিথি ছিলেন রাজশাহী ফরেস্ট্রি সাইন্স এন্ড টেকনলোজি ইনিস্টিউটের চিফ ইন্সট্রাক্টর মোঃ এহতেশামুল হক,রেঞ্জ কর্মকর্তা আব্দুল ওহাব, ফরেস্টার মোঃ আনিসুর রহমান। এছাড়াও প্রশিক্ষক হিসেবে ছিলেন ভলান্টারী সার্ভিস ওভারসিস (ভিএসও) কান্ট্রি ডিরেক্টর খাবিরুল হক কামাল, বাংলাদেশ রিসার্চ ইনসিয়েটিভের প্রোগ্রাম অফিসার সৈয়দ নাভিদ আঞ্জুম হাসান, পরিবেশবাদী সংগঠন ১ টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিন, বরেন্দ্র ইয়ুথ ফোরামের যগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক সহ প্রমুখ। 

এসময় অতিথির বক্তব্যে রাজশাহী ফরেস্ট্রি সাইন্স এন্ড টেকনলোজি ইনিস্টিউটের চিফ ইন্সট্রাক্টর মোঃ এহতেশামুল হক বলেন, রাজশাহী একটি সুন্দর শহর হলেও এই শহরে বৃক্ষের অনেক সংকট। আমাদের শহরকে রক্ষা করতে পরিবেশবান্ধব গাছের প্রয়োজন। কিন্তু কিছু অসাধু মানুষ বন উজার করছে। জলবায়ু বিপন্ন করছে। জলবায়ু ন্যায্যতার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে। আওয়াজ তুলতে হবে। 

উল্লেখ্য, গ্রীণ লিডার্স বিল্ডাপ পরিবেশবাদী সংগঠন ১ টাকায় বৃক্ষরোপণ’র একটি কর্মশালা ধর্মী আয়োজন। যেখানে সবুজ যুব নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে তরুণদের জনসচেতনতা সৃষ্টি করা  হয়।ইত্যিমধ্যে কর্মশালাটি ঢাকা, চট্টগ্রাম, খুলনায় সফলভাবে আয়োজনের পর রাজশাহী বিভাগে আয়োজন করা হয়। ১ টাকায় বৃক্ষরোপণ মূলত একটি পরিবেশবাদী সংগঠন। দৈনিক এক টাকা সঞ্চয় করে মাসে একটি গাছ লাগানোর চিন্তা থেকেই তাদের যাত্রা ২০১৯ সাল থেকে শুরু। 

সে সময় সংগঠনের সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিন বলেন, আমরা পরিবেশ মনস্ক তরুণ গড়তে নানান উদ্যোগ হাতে নিয়েছি। তার ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা তরুণদের পরিবেশের ক্ষতি না করে এর সুরক্ষায় কি করণীয় তা শিখাচ্ছি। এটি পর্যায়ক্রমে আমরা বিভিন্ন বিভাগীয়, জেলা, উপজেলা শহরে আয়োজন করবো। পরিবেশকে রক্ষার জন্য আমাদের তরুণদেরও যে কিছু করার আছে এই মূল্যবোধ জাগ্রত করতে আমরা কাজ করে যাব।