২৪ বছর পর অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেপ্তার

সাজাপ্রাপ্ত ৫ আসামি
সাজাপ্রাপ্ত ৫ আসামি © টিডিসি

পটুয়াখালীর বাউফলে অস্ত্র মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত চার আসামি ও ১০ বছরের সাজাপ্রাপ্ত একজন আসামি দীর্ঘ ২৪ বছর পর গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২২আগস্ট) ভোর রাতে উপজেলার বগা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন হানিফ ফরাজি, দেলোয়ার ফরাজি, সুলতান ফরাজি, নজরুল ইসলাম ও আমীর হোসেন।

জানা গেছে, ২০০১ সালের ৮ ডিসেম্বর দুমকি জনতা কলেজের প্রভাষক আব্দুল জলিল মুন্সি ও তার চাচা নিশিকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার মুন্সিকে হত্যা করা হয়। এ ঘটনায় বাউফল থানায় একটি একটি হত্যা করে ভুক্তভোগী পরিবার এবং ‘অবৈধ অস্ত্র ব্যবহারের’ অপরাধে দ্রুত বিচার আইনে একটি মামলা করে পুলিশ। পরে উভয় মামলায় আসামিদের যাবজ্জীবন সাজা দেন নিম্ন আদালত। এর মধ্যে হত্যা মামলাটি উচ্চ আদালতে খারিজ হয়ে যায়।

নিহত আব্দুল জলিল মুন্সির ছেলে সাদমান সাকিবের দাবি, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের ক্ষমতার অপব্যবহার করে হত্যা মামলাটি খারিজ করায়। হত্যা মামলা খারিজের সে রায় আপিল বিভাগের মাধ্যমে পুনর্বিবেচনার দাবি ভুক্তভোগী পরিবার।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।