কুমিল্লায় লরিচাপায় একই পরিবারের ৪ জন নিহত

লরির নিচে চাপা পড়া প্রাইভেটকার
লরির নিচে চাপা পড়া প্রাইভেটকার © টিডিসি

কুমিল্লার পদুয়ার বাজারে লরির নিচে চাপা পড়ে স্বামী, স্ত্রী ও দুই ছেলে নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এ সময় সিএনজির তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সোয়া ১টায় কুমিল্লার পদুয়ার বাজার-সংলগ্ন নুরজাহান হোটেরলের সামনের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তার বড় ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহর থেকে প্রাইভেটকারটি লাকসাম সড়কে যেতে ইউটার্ন করছিল। এ সময় ঢাকাগামী কাভার্ড ভ্যানটি উল্টোপথে আসা একটি বাসকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় প্রাইভেট ও একটি সিএনজি চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ চাপা পড়া প্রাইভেটকার থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লরিটি উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।  

সদর দক্ষিণ থানার এসআই আনিসুর রহমান জানান, নিহতরা সবাই একই পরিবারের। তাদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায়।