আওয়ামী নেতার ভাড়া বাড়ি থেকে যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ২৩ আগস্ট ২০২৫, ১৯:৩১
জামালপুরের ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগ কর্মীর ভাড়া বাড়ি থেকে অটল পাহালোয়ান (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের আমতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটল পাহালোয়ান চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ গ্রামের মৃত সোনা পাহালোয়ানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগুড়ায় বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, আমতলী বাজারের আওয়ামী লীগ কর্মী টারজানের ভাড়া বাড়ির একটি তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে থাকলে সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আতিকুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক দ্বন্দ্বের জেরে অটল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, মৃত ব্যক্তি একটি চিরকুট লিখে গেছেন, যা আত্মহত্যার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ হিসেবে পাওয়া গেছে।