অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় দুই পুলিশ কর্মকর্তা ক্লোজড
- ২৩ আগস্ট ২০২৫, ০৭:৩৪
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোরের ঝিকরগাছার থানার দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে । বুধবার দিবাগত রাতে তাদের ক্লোজ করা হয়েছে। অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা হচ্ছে যশোরের ঝিকরগাছা থানার এসআই রাজু ও এএসআই ওয়ালিদ। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী।
নূর মোহাম্মদ গাজী জানান, যশোর বেনাপোল সড়কের নাভারণ পুরাতন বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী সাইফুল ইসলামের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে চোরাই মোবাইল ফোন ছেড়ে দেয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছেন পুলিশের উর্ধ্বতন কৃতপক্ষ। গত ১৫ আগস্ট ঝিকরগাছার নাভারণ পুরাতন বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলামের দোকানে অভিযান চালায় শার্শা ও ঝিকরগাছা থানা পুলিশ। এসময় দোকানে তল্লাশি করে ৫৩টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। স্থানীয় নেতা লেন্টু হাজীর মধ্যস্থতায় মোটা অঙ্কের টাকা ও দুইটি ফোন নিয়ে সাইফুলকে ছেড়ে দেয় এবং উদ্ধার হওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে যায়।
তিনি আরো জানান, গত রোববার দুপুরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার "ক" সার্কেলের নেতৃত্বে ডিবি পুলিশ ঝিকরগাছার নাভারণ পুরাতন বাজারের সাইফুলের মোবাইলের দোকানে অভিযান চালান। এ সময় সাইফুল ইসলামকে আটক ও তার স্বীকারোক্তিতে বাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪৪ টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক সাইফুল ইসলামকে আদালতে সোপর্দ করা হলে ভারতীয় চোরাই ফোন বিক্রির কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
অভিযুক্ত দুই পুলিশ সদস্যদের মধ্যে এস আই রাজুর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঢাকায় অফিসিয়াল কাজে এসেছি। তবে ক্লোজড সম্পর্কে তিনি বলেন, শুনেছি আমাদের দুজনকে পুলিশ লাইন ক্লোজড করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যাড অপস.) আবুল বাসার জানান, ক্লোজ করার সংবাদ আমার কাছে নেই তবে, তাদের কারণ দর্শানো নোটিশ করা হয়েছে।
যশোরের ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী বলেন, বিট কর্মকর্তা হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের বক্তব্যে ঘটনার সত্যতা পেয়ে ওই দুই কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।