চাকসুর গঠনতন্ত্র সংস্কার: বিপ্লবী ছাত্র মৈত্রীর ৫ দাবি
- ২৩ আগস্ট ২০২৫, ১৩:২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্রে প্রার্থিতার ক্ষেত্রে পিএইচডি, এমফিল প্রোগ্রামে অধ্যয়নরতদের বাদ দেওয়া সহ পাঁচ দফা দাবি উত্থাপন করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী চবি শাখা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিপ্লবী ছাত্র মৈত্রী চবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন শাখা সভাপতি জশদ জাকির, সাংগঠনিক সম্পাদক রাম্নাসাইন মারমা, রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আহমেদ মুগ্ধসহ নেতাকর্মীরা।
তাদের পাঁচ দফা দাবি হলো- ভোটকেন্দ্র হবে অ্যাকাডেমিক ভবন; চাকসুর সদস্যপদ ও ভোটাধিকারের ক্ষেত্রে এম.ফিল ও পিএইচডি কোর্সে অধ্যয়নরতদের অগ্রহণযোগ্য হিসাবে বিবেচন করতে হবে; দপ্তর সম্পাদক পদটি শুধু পুরুষ শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করা নারীর প্রতি প্রশাসনের চরম অবমাননাকর অবস্থান গ্রহণ। এই পদটিও বাকি সব পদের মতই পুরুষ ও নারী উভয়ের জন্যই উন্মুক্ত থাকতে হবে; সাইবার বুলিং সেল গঠন এবং অনলাইনে অপপ্রচার বা সাইবার বুলিং এর সাথে জড়িত পেইজ ও ব্যক্তিদের শনাক্ত করে তাদের ভোটাধিকার বাতিল করা এবং ছবি সহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা।