চাকসুর গঠনতন্ত্র সংস্কার: বিপ্লবী ছাত্র মৈত্রীর ৫ দাবি

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্রে প্রার্থিতার ক্ষেত্রে পিএইচডি, এমফিল প্রোগ্রামে অধ্যয়নরতদের বাদ দেওয়া সহ পাঁচ দফা দাবি উত্থাপন করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী চবি শাখা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিপ্লবী ছাত্র মৈত্রী চবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন শাখা সভাপতি জশদ জাকির, সাংগঠনিক সম্পাদক রাম্নাসাইন মারমা, রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আহমেদ মুগ্ধসহ নেতাকর্মীরা।

তাদের পাঁচ দফা দাবি হলো- ভোটকেন্দ্র হবে অ্যাকাডেমিক ভবন; চাকসুর সদস্যপদ ও ভোটাধিকারের ক্ষেত্রে এম.ফিল ও পিএইচডি কোর্সে অধ্যয়নরতদের অগ্রহণযোগ্য হিসাবে বিবেচন করতে হবে; দপ্তর সম্পাদক পদটি শুধু পুরুষ শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করা নারীর প্রতি প্রশাসনের চরম অবমাননাকর অবস্থান গ্রহণ। এই পদটিও বাকি সব পদের মতই পুরুষ ও নারী উভয়ের জন্যই উন্মুক্ত থাকতে হবে; সাইবার বুলিং সেল গঠন এবং অনলাইনে অপপ্রচার বা সাইবার বুলিং এর সাথে জড়িত পেইজ ও ব্যক্তিদের শনাক্ত করে তাদের ভোটাধিকার বাতিল করা এবং ছবি সহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা।