বাংলাদেশ সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী, কারণ কী?

জর্জিয়া মেলোনি
জর্জিয়া মেলোনি © সংগৃহীত

আগামী ৩০ আগস্টের জন্য নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ইতালির পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, মেলোনি এই মুহূর্তে বাংলাদেশে আসছেন না। তবে আনুষ্ঠানিকভাবে সফর বাতিলের বিষয়ে এখনো কোনো নোটিশ জারি হয়নি।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, ৩০ আগস্ট ঢাকায় আগমনের কথা ছিল মেলোনির, এবং ৩১ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার কথা ছিল। এই বৈঠকে নিরাপদ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, বাণিজ্য ও বিনিয়োগসহ ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি সম্পর্কিত সমঝোতা স্মারক বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

এক কূটনীতিক জানিয়েছেন, মেলোনি বাংলাদেশসহ এশিয়ার কয়েকটি দেশে সফর বাতিল করেছেন। তিনি বর্তমানে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত আলোচনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ন্যাটো দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ কারণে এশিয়া সফর আপাতত স্থগিত রাখা হয়েছে।