দুই শিক্ষককে হত্যার হুমকি, আইইউবি ও এনএসইউ শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

শিক্ষকদের হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীর বসুন্ধরায় মানববন্ধন করেছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে এনএসইউয়ের ৮ নম্বর গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে ড. সরোয়ার হোসেন ও আসিফ মাহতাবকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানায়। শিক্ষার্থীরা এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তারা বলেন, শিক্ষকেরা দীর্ঘদিন ধরে গবেষণামূলক ও অ্যাকাডেমিক আলোচনায় এলজিবিটিকিউ সম্প্রদায়ের সামাজিক অবস্থান ও মানবাধিকার নিয়ে কাজ করছিলেন। কিন্তু মুক্ত অ্যাকাডেমিক পরিসরকে দমন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এটি শুধু শিক্ষক সমাজ নয়, বরং দেশের মুক্তচিন্তার পরিবেশের জন্যও বড় ধরনের হুমকি বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হল- ড. সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উসনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা;  হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা ও যেসব ব্যক্তি বা গোষ্ঠী পরিকল্পিতভাবে উসকানি দিচ্ছে, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর আওতায় আনা।