আমাদের প্যানেলে কোনো ‘উপজাতি’ নেই, তিনজন আদিবাসী প্রতিনিধি আছেন

মেঘমল্লার বসু
মেঘমল্লার বসু © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম জোট থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু বলেছেন, আমাদের প্যানেলে কোনো ‘উপজাতি’ নেই, তিনজন আদিবাসী প্রতিনিধি আছেন। বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতে নির্বাচনী প্রচারণা চালিয়ে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টের ফটোকার্ডে এ তথ্য জানিয়েছেন তিনি। 

ওই পোস্টে তিনি লেখেন, সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা সবাই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আসন্ন। এই নির্বাচনে আমি, মেঘমল্লার বসু, কেন্দ্রীয় সংসদে "প্রতিরোধ পর্ষদ" থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। অন্যান্য লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন ডাকসু নির্বাচনে যে পরিমাণ অর্থ ব্যয় করছে কিংবা যে পরিমাণ পেশিশক্তির ব্যবহার করছে, সংগত কারণেই  সেটির সাথে প্রতিযোগিতা করা আমাদের পক্ষে সম্ভব নয়। 

তিনি আরও লেখেন, কিন্তু আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ জনতা কখনো পরাজিত হতে পারেনা। তাই সামনের ডাকসু নির্বাচনে কার্যকরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করার জন্য আপনাদের সাহায্য আমার অত্যন্ত প্রয়োজন। 

পোস্টে বাম জোটের এজেন্ডাসমূহ তুলে ধরেছেন তিনি। এজেন্ডাসমূহ হলো: 
- প্রথম বর্ষ থেকেই আবাসন-পরিবহন-শিক্ষা-গবেষণার সমান সুযোগ নিশ্চিতকরণ। 
- নারী-আদিবাসী-প্রতিবন্ধীসহ বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা বিধান। 
- শিক্ষক-শিক্ষার্থীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিতকরণ। 
- ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তনের ক্ষমতা ডাকসুর হাতে ফিরিয়ে দেওয়া ও ডাকসুর গঠনতন্ত্রের মৌলিক পরিবর্তন সাধন। 

মেঘমল্লার বসু লেখেন, এসকল দাবী আদায়ের পাশাপাশি '৭১-এর মুক্তিযুদ্ধ, '৯০-এর স্বৈরাচার-বিরোধী গণআন্দোলন ও '২৪-এর গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিদের শক্তিশালী করে তুলতে, সকল গণশত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ সুসংহত করতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে গণতান্ত্রিক, উদারনৈতিক ও বিশ্বমানের একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কার্যকর ও সুদুরপ্রসারি ভূমিকা রাখতে আমাদের নির্বাচনী প্রচারণা দলে ক্যাম্পেইনার হিসেবে যোগ দিন।