কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির মশালমিছিল

বিএনপি নেতাকর্মীদের মশালমিছিল
বিএনপি নেতাকর্মীদের মশালমিছিল © টিডিসি

সাবেক কুমিল্লা-৯  (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসন পুনর্ববহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে মশালমিছিল করেছে বিএনপি। কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মশালমিছিলে অংশ নেন দক্ষিণ জেলা বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির স্থানীয় শীর্ষ নেতারা। 

মশালমিছিল শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী-সমর্থিত নেতারা। এ সময় তারা বলেন, সম্প্রতি নির্বাচন কমিশন ঘোষিত কুমিল্লা-১০ আসনের নতুন সীমানা বিন্যাস সম্পূর্ণ অযৌক্তিক। আসন্ন সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনকে পুনর্বহাল রেখে সীমানা বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে।  তা না হলে স্থানীয় সাধারণ মানুষ তা মেনে নেবে না।

সমাবেশের সমন্বয়ক ছাত্রদল নেতা নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘আমরা সাবেক কুমিল্লা-৯ পুনর্বহাল চেয়ে নির্বাচন কমিশনের কাছে দাবি করছি। ইতিমধ্যে নির্বাচন কমিশন যে পরিবর্তিত সীমানা পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ করেছে, তা আমরা প্রত্যাখ্যান করি।  আমরা চাই, আমাদের আসন আগের মত থাকুক। আগের সীমানায় জাতীয় সংসদ নির্বাচন হোক। না হলে আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের আন্দোলনের ডাক দেব।’

মশালমিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ উপজেলার যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, সদস্যসচিব ইউনুস মিয়া, সমন্বয়ক ও ছাত্রদল নেতা নূর মোহাম্মদ মজুমদার, বিএনপি নেতা মোশারফ হোসেন প্রমুখ।