হিট প্রকল্প নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ইস্যুতে ইউজিসির ব্যাখ্যা
- ২১ আগস্ট ২০২৫, ২২:২০
সম্প্রতি কয়েকটি প্রিণ্ট ও অনলাইন মিডিয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের সাব-প্রজেক্ট মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ইউজিসি ব্যাখ্যা দিয়েছে। কমিশন বলেছে, এসব সংবাদ অসম্পূর্ণ ও একপেশে হওয়ায় উচ্চশিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে।
আজ বুধবার (২০ আগস্ট) ইউজিসির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ব্যাখ্যায় বলা হয়েছে, ‘হিট প্রকল্পের প্রতিটি কার্যক্রম ইউজিসি এবং বিশ্বব্যাংকের নিবিড় তদারকি ও অনুমোদনের মাধ্যমে সম্পাদিত হয়েছে এবং এখনো সবগুলো উইন্ডোর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি। যে উইন্ডোর ফলাফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এবং যেসব সাব-প্রজেক্ট চূড়ান্তভাবে নির্বাচিত হয়নি, সেসব প্রস্তাবদাতাদের প্রকল্প প্রস্তাব পুনর্বিবেচনার জন্য আগামী ২৪ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত আপিল করার সুযোগ রাখা হয়েছে।
সব ধরনের বিভ্রান্তি দূর করার লক্ষ্যে ইউজিসি এবং প্রকল্প কর্তৃপক্ষ আপিলের ভিত্তিতে দাখিলকৃত সাব-প্রজেক্ট প্রস্তাবসমূহ সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে আপিল নিষ্পত্তি করা হবে। তদুপরি, সাব-প্রজেক্ট মূল্যায়ন প্রক্রিয়ার সার্বিক দিক তুলে ধরতে আগামী ২৬ আগস্ট বিকেল ৩টায় ইউজিসি সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থাপিত ধারণাপত্র এবং প্রশ্নোত্তর পর্বে গণমাধ্যমকর্মীরা প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে পরিষ্কার ধারণা লাভের সুযোগ পাবেন।
ইউজিসি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, প্রতিষ্ঠানটি সর্বদা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। এই অগ্রযাত্রায় গণমাধ্যমের গঠনমূলক ও ইতিবাচক সহযোগিতা ইউজিসি আন্তরিকভাবে প্রত্যাশা করে।’