যশোরে সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেডের দাবিতে মানববন্ধন

প্রেসক্লাবের সামনে শিক্ষকদের মানববন্ধন
প্রেসক্লাবের সামনে শিক্ষকদের মানববন্ধন © টিডিসি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রি পদ ৯ম গ্রেড ধরে চার স্তরের একাডেমিক পদ সোপানের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে প্রেসক্লাবের সামনে যশোর জিলা স্কুল ও যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

বৈষম্যের চিত্র তুলে ধরে মানববন্ধনে বক্তারা বলেন, ‘চরম বৈষম্যের শিকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পদটি। এ বৈষম্য নিরসনে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক পদটিকে গেজেটেড মর্যাদা, অর্থাৎ ৯ গ্রেড বাস্তবায়নের দাবি জানাচ্ছি। মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানবন্ধন করছি।’

মানববন্ধনে বক্তব্য দেন যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক গাজী আজিজুর রহমান, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরে আলম সিদ্দিকী, যশোর জিলা স্কুলের সহকারূ শিক্ষক মহিউদ্দিন আহমেদ, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজু বিশ্বাস প্রমুখ।