‘ডাকসুর ভিপি হলে ঢাবি ছাত্রদের ১ বছর ফ্রি ইংরেজি পড়াব’
- ২১ আগস্ট ২০২৫, ২২:২০
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ভিপি (সহ-সভাপতি) পদে মনোয়ন ফরম সংগ্রহ করেছেন ইংরেজী বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন। ডাকসুর ভিপি হলে ঢাবি ছাত্রদের ১ বছর ফ্রি ইংরেজি পড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
জানা গেছে, ডাকসুর মনোয়ন ফরম সংগ্রহ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্টে ঢাবি শিক্ষার্থীদের ইংরেজী পড়ানোর কথা জানান তিনি। পোস্টে ভিপি প্রার্থী শামীম হোসেন লেখেন, ‘নিজে কেমন পড়াই তা তো বলতে পারি না, তবে আশেপাশে আমার ছাত্রদের থেকে শুনতে পারেন।’
শামীম হোসেনের পোস্টে মন্তব্য করেন আমিনা তাসনীম। মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘তোমার বোঝানোর ক্ষমতা অপরিমেয়। কথা বলার ধরণ নিয়ে বললে কম বলা হবে। সব কিছুর জন্য শুভ কামনা।’
সাইদুল ইসলাম নামে একজন লেখেন, ‘ঢাবির সব ছাত্রেরই আপনার কাছে ইংরেজি পড়া প্রয়োজন হবে?? বিষয়টা কেমন না।’ এ মন্তব্যের প্রতিত্তোরে শামীম হোসেন লেখেন, ‘সব খানে নেগেটিভ কেন হতে হবে। এখানে জোর করে পড়াতে চেয়েছি? যাদের প্রয়োজন হবে আরকি। আমার অনেক ছাত্রই এম ফিল করছে বিদেশে পিএইচডি করছে। আমি পজেটিভলি স্বেচ্ছা শ্রম দিতে চেয়েছি। ঐটুকুই আমার ক্ষমতা।’
প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের আজ শেষদিন ছিল। এই দিনেও ৯৩টি ফরম বিতরণ হয়েছে। আর জমা পড়েছে ১০৬টি। এ নিয়ে মোট ৬৫৮টি কেন্দ্র ও হল প্রার্থীর মনোনয়ন ফরম বিতরণ হয়েছে।
এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘আমার নিজের ইংরেজি প্লাটফর্ম রয়েছে shameeminsight, যেখানে আমি বিগত বছরে প্রায় ১৪ হাজার ছাত্রছাত্রী পড়িয়েছি। আগে আমি সাইফুরস-এর কোর্স সমন্বয়ক ছিলাম। আমি একটি উচ্চতর ইংরেজি লেখার কোর্স পড়াই, যেখান থেকে বহু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমফিল এবং পিএইচডি করছে। প্রায় প্রতি ব্যাচে আমাদের ১০-১৫ লাখ টাকাও আসে। সেই জায়গা থেকে ঢাবিতে যারা ইংরেজি ভাষা শিখতে চায় স্কিল হিসেবে আমি তাদের বিনামূল্যে পড়ানোর ঘোষণা দিয়েছি।