কুমিল্লায় ৫২ পাসপোর্টসহ মানব পাচারকারী গ্রেপ্তার

গ্রেপ্তার সাজেদুল ইসলাম
গ্রেপ্তার সাজেদুল ইসলাম © টিডিসি

কুমিল্লা শহরের আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক মানব পাচারকারী ও পাসপোর্ট দালালকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট জব্দ করা হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লা আদর্শ সদর ক্যাম্পের সেনা টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাজেদুল ইসলাম (৩৫)। তিনি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার হালিমা নগর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। 

সাজেদুল ইসলামের বিরুদ্ধে মানব পাচার, পাসপোর্ট জালিয়াতি, চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র রাখাসহ নানা অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। ইতোমধ্যেই তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। 

সেনাবাহিনী জানায়, অভিযান শেষে গ্রেপ্তার আসামি ও জব্দ করা সামগ্রী কুমিল্লা কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম জানান, সাজেদুল ইসলামের বিরুদ্ধে আগে অপহরণ ও ছিনতাইয়ের মামলা রয়েছে। সেনাবাহিনী ৫০টি পাসপোর্টসহ তাকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে।