যশোরে ১৮ হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ

চায়না দুয়ারি জাল জব্দের পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়
চায়না দুয়ারি জাল জব্দের পর আগুনে পুড়িয়ে দেওয়া হয় © টিডিসি

যশোর সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ভৈরব নদে চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালের পৃথক দুটি অভিযানে প্রায় ১৮ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভোর ৫টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মাথাভাঙ্গা ব্রিজ ও বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা ব্রিজ-সংলগ্ন ভৈরব নদে এ অভিযান চালানো হয়। জব্দকৃত চায়না দুয়ারি জাল জনসম্মুখে সেগুলো
পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার মুহাম্মদ রফিকুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রিপন কুমার ঘোষসহ
পুলিশ ও মৎস্য অধিদপ্তরের অন্য কর্মচারীরা।