চমক রেখে এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা ভারতের
- ২৪ আগস্ট ২০২৫, ১৮:১৪
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান! আসন্ন এশিয়া কাপে ভারতের স্কোয়াডে সহ-অধিনায়ক হিসেবেই ডাক পেলেন শুভমান গিল। এছাড়া প্রায় এক বছরের বেশি সময় পর ম্যান ইন ব্লু'দের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরলেন পেসার জাসপ্রিত বুমরাহ। সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে ঘোষিত ১৫ সদস্যের দলে বেশ কয়েকজন তারকা বাদ পড়েছেন।
টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এবারের এশিয়া কাপ। ফলে, দল ঘোষণায় যশস্বী জয়সওয়ালকে নিয়ে সবচেয়ে বেশি নজর ছিল। শেষমেশ মূল স্কোয়াডে জায়গা পাননি তিনি, তবে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন। শ্রেয়াস আইয়ার ও রিয়ান পরাগ-ও বাদ পড়েছেন।
এছাড়া ইনজুরির কারণে নেই ঋষভ পান্ত। ফর্মে থাকলেও, সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত সংস্করণে অনিয়মিত মোহাম্মদ সিরাজ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মিশনে নেই।
উইকেটরক্ষক হিসেবে সাঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা স্কোয়াডে ডাক পেয়েছেন। টপ-অর্ডারে অভিষেক শর্মা ও তিলক বার্মা; মিডল-অর্ডারে সূর্যকুমারের পাশাপাশি শিভাম দুবে জায়গা পেয়েছেন। এছাড়া অলরাউন্ডার ইউনিটে হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল আছেন। স্পিন ইউনিটে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব আর পেস বিভাগ সামলাবেন বুমরাহ, আর্শদীপ সিং ও হার্ষিত রানা।
ভারতের এশিয়া কাপ স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্ষিত রানা ও রিঙ্কু সিং।