ডাকসু নির্বাচন: শেষ দিনে দুপুর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ২১ জনের
- ১৯ আগস্ট ২০২৫, ২২:১০
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) মনোনয়নপত্র সংগ্রহের একদিন সময় বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। আজ সকাল থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছে ২১ জন।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
এ সময় তিনি বলেন, শেষ দিনে এখন পর্যন্ত ডাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে ২১ জন, মোট সংগ্রহ করেছে ৫৮১ জন। সেই সাথে জমা দিয়েছে ২১ জন।
তিনি আরও বলেন, কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য আমরা এক দিন সময় বৃদ্ধি করিনি। আপনার দেখেছেন গতকাল শিক্ষার্থীদের উপস্থিতি কেমন ছিল। ডাকসু তাদের অধিকার। সেই অধিকারটুকু যেন শিক্ষার্থীরা ভালোভাবে ভোগ করতে পারে সেজন্যই আমরা একদিন বাড়িয়েছি।