জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

‘মব ভায়োলেন্স’ করে কলেজ অধ্যক্ষকে ওঠানো-নামানো কোনোভাবেই সহ্য করব না

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ © জনসংযোগ

‘মব ভায়োলেন্স’ করে দেশের যেকোনো সরকারি কিংবা বেসরকারি কলেজের অধ্যক্ষকে নামানো (পদত্যাগে বাধ্য করা) কিংবা ওঠানো (পদায়ন করা), তা কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজের মিলনায়তনে অধিভুক্ত কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, আমরা সারাদেশের কলেজগুলোতে ‘মব ভায়োলেন্স’ বন্ধ করতে পেরেছি। কোনো কলেজের অধ্যক্ষ কিংবা শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসবে। আমাদের কমিটি রয়েছে, এই কমিটির মাধ্যমে আমরা বিষয়টি দেখবো। কিন্তু ‘মব ভায়োলেন্স’ করে কলেজে অধ্যক্ষকে নামানো-ওঠানো কিংবা শিক্ষকদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা, সেটা আমরা কোনোভাবেই সহ্য করব না। এটা আমরা আগেও করিনি।

কলেজের গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের প্রতি আবেদন যে, আপনাদের ছেলেমেয়েদের প্রতি পড়ালেখাকে ফার্স্ট প্রায়োরিটি দেন। তারপর আপনারা রাজনীতির কথা চিন্তা করবেন। তাদের পড়াশোনার বিষয়টি আগে দেখার চেষ্টা করবেন। 

‘‘তাদেরকে কলেজে ফিরিয়ে আনা, ‘মব ভায়োলেন্স’কে নিয়ন্ত্রণে আনা... শত শত কলেজের অধ্যক্ষকে নামানো হচ্ছিল, শত শত কলেজের শিক্ষককে নামানো হচ্ছিল। একেকটা কলেজের ১৪-১৫টি করে গ্রুপ। এটা নিয়ন্ত্রণে আনা দুরূহ কাজ ছিল। হিমালয়ের মতো। সেটাকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পেরেছি।’’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এ এস এম আমানুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছা. সালমা পারভীনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী এবং ভোট অফ থ্যাঙ্কস জানান লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহানারা জামান।