ডাকসু নির্বাচনে প্যানেল দিচ্ছে না ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোনো প্যানেল বা একক প্রার্থী দেবে না ইনকিলাব মঞ্চ। সোমবার (১৮ আগস্ট) সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানা গেছে।  

ওই পোস্টে বলা হয়েছে, ডাকসু সহ দেশের অন্যান্য ক্যাম্পাসে এবারের ছাত্র সংসদ নির্বাচনে ইনকিলাব মঞ্চ কোনো প্যানেল বা একক প্রার্থী দিবে না। তবে ক্যাম্পাসগুলোতে ইনকিলাব মঞ্চের কোনো সদস্য চাইলে ব্যক্তিগতভাবে কোনো প্যানেলে যুক্ত হয়ে বা স্বতন্ত্রভাবে নিজ দায়িত্বে নির্বাচনে অংশ নিতে পারবেন।


উল্লেখ্য, ডাকসু মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। বিকেল চারটা পর্যন্ত এই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। আজকে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১৪৫ জন।