নির্বাচনী সীমানা নিয়ে আপত্তি, শুনানি শুরু ২৪ আগস্ট

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পুনঃনির্ধারিত নির্বাচনি সীমানা নিয়ে দাখিলকৃত আপত্তি ও পরামর্শসমূহের শুনানি আগামী ২৪ আগস্ট (রবিবার) থেকে শুরু হতে যাচ্ছে। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে প্রকাশিত নির্বাচনি সীমানা সংক্রান্ত গেজেটের পর নির্ধারিত সময়সীমার মধ্যে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান আপত্তি বা পরামর্শ দিয়েছেন, নির্বাচন কমিশন তাদের প্রস্তাবগুলো প্রকাশ্য শুনানির মাধ্যমে নিষ্পত্তি করবে। শুনানি অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটরিয়ামে। প্রতিটি শুনানি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী কার্যক্রম চলবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিভিন্ন জেলার আপত্তি/পরামর্শ অনুযায়ী ভিন্ন ভিন্ন দিন ও সময় নির্ধারণ করা হয়েছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, ফেনী এবং লক্ষ্মীপুর জেলার নির্বাচন এলাকাসমূহের শুনানি হবে প্রথম দিন অর্থাৎ ২৪ আগস্ট। পরদিন ২৫ আগস্ট খুলনা, বরিশাল, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা অঞ্চলের শুনানি হবে। ২৬ আগস্ট ঢাকাসহ নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ এবং নরসিংদী জেলার নির্বাচন এলাকাগুলোর আপত্তি/পরামর্শের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ২৭ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ফরিদপুর অঞ্চলের নির্বাচন এলাকাসমূহ নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন: ডাকসুর শিবিরের প্যানেলে সাদিক-ফরহাদসহ যারা আছেন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গেজেটে বর্ণিত নীতিমালার ব্যত্যয়ের বিষয়ে উত্থাপিত আপত্তি ও পরামর্শই কেবল শুনানিতে গৃহীত হবে। নতুন করে উত্থাপিত কোনো আপত্তি বা পরামর্শ গ্রহণযোগ্য হবে না এবং ১০ আগস্টের পর জমা দেওয়া কোনো কাগজপত্র কমিশন বিবেচনায় নেবে না। শুনানিতে সংশ্লিষ্ট ব্যক্তি বা তার আইনজীবী ছাড়া অন্য কেউ উপস্থিত থাকতে পারবেন না। এ ছাড়া জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে এবং নির্ধারিত তারিখ ও সময় অপরিবর্তনীয় থাকবে বলেও জানানো হয়েছে।

শুনানির দিনে স্থান সংকুলানের বিষয়টি মাথায় রেখে নির্বাচন কমিশন জানায়, প্রয়োজন হলে শুনানি কক্ষে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। কমিশন সংশ্লিষ্ট সকল আপত্তিকারী ও পরামর্শদাতাকে নির্ধারিত সময় ও তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।