বিএসসি ইন হেলথ টেকনোলজির শূন্য আসনের জন্য অপেক্ষমান থেকে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার অপেক্ষমান তালিকা থেকে দ্বিতীয় দফায় ফল প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এতে স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ২৮ আগস্টের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাবরেটরি), বিএসসি ইন ফিজিওথেরাপী, বিএসসি ইন হেলথ টেকনোলজি (রেডিওলজি এন্ড ইমেজিং), বিএসসি ইন হেলথ টেকনোলজি (ফুড সেফটি) কোর্সে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে গত ২৭ জুন অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা।

এর ফল এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের ডিপ্লোমার নম্বর হতে প্রাপ্ত স্কোর যোগ করে মেধা ও পছন্দ অনুযায়ী অপেক্ষমান তালিকা থেকে দ্বিতীয় দফায় শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ২০ আগস্ট হতে ২৮ আগস্ট পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ইনস্টিটিউট কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। 

অধ্যক্ষ/পরিচালক কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী দাখিলকৃত সনদপত্র পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং গঠিত মেডিকেল বোর্ড তাদের শারীরিক পরীক্ষা করবেন। যদি কোনো প্রার্থীর দাখিলকৃত সনদপত্রের মধ্যে ভুলত্রুটি পরিলক্ষিত হয় অথবা তিনি যদি শারীরিক পরীক্ষায় অযোগ্য বলে বিবেচিত হন, সেক্ষেত্রে তার প্রাথমিক নির্বাচন বাতিল হবে। 

এ ছাড়া ভর্তি পরবর্তী সময়ে কোনো শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বা তথ্যাদি অসত্য বলে প্রমানিত হলে তাৎক্ষণিকভাবে তার ভর্তি বাতিল হবে। ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ওয়েবসাইটে www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd হতে জানা যাবে। এছাড়া ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাদি অত্র অধিদপ্তরের ওয়েব সাইট ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ/পরিচালক এর কার্যালয় থেকে জানা যাবে বলে জানানো হয়েছে।

ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন হবে
১. পরীক্ষার্থীর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

২. এসএসসি/সমমান ও এইচএসসি/ডিপ্লোমা বা সমমান পরীক্ষায় পাসকৃত অ্যাকাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট/মূল নম্বর পত্র।

আরও পড়ুন: গুচ্ছের বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ, বিষয়ের সুযোগ একদিন

৩. এসএসসি/সমমান ও এইচএসসি/ডিপ্লোমা বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র/মূল প্রশংসা পত্র।

৪. স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র/জন্ম নিবন্ধন সনদপত্রের কপি।

৫. চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি।

৬. সরকারি চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগপত্রের কপি, যোগদান পত্রের কপি এবং বর্তমান কর্মস্থলের প্রত্যয়নপত্র।

৭. উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চীফ/গোত্র প্রধান এবং জেলা প্রশাসকের প্রদত্ত মূল সনদপত্র।