এক যুগ পেরিয়ে গেলেও কুবির নজরুল হলে নেই সুপেয় পানির ব্যবস্থা 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থীরা সুপেয় পানির সংকটে ভুগছেন। এই হলে নেই কোনো বিশুদ্ধ পানির ফিল্টার কিংবা আধুনিক ওয়াটার পিউরিফায়ার ব্যবস্থা। 

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা ট্যাংকির পানি খেয়ে যাচ্ছেন, যেটা প্রায়শই দুর্গন্ধযুক্ত এবং স্বাদেও ভিন্ন। এই পানি খেয়ে অনেক শিক্ষার্থী পেটের পীড়া, হজমজনিত সমস্যা, চুল পড়া ও ত্বকের সমস্যায় আক্রান্ত হচ্ছেন বলে জানান তারা।

হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ আরিফ বলেন, ‌‘বিশ্ববিদ্যালয়ের হলের মত জায়গায় যদি বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকে, তাহলে আমাদের স্বাস্থ্যঝুঁকি থেকেই যায়। আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক।’

আরেক শিক্ষার্থী আশিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অন্যান্য হলে যখন বিশুদ্ধ পানির ফিল্টার থাকে, তখন আমাদের হলে কেন থাকবে না? এটা কি বৈষম্য নয়?’

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ড. মাহমুদুল হাসান খান বলেন, ‘পানির অপর নাম জীবন। বিশুদ্ধ পানি পান না করলে, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে না থাকলে নানা রোগের সংক্রমণ হতে পারে।’

এই সংকটের বিষয়ে জানতে চাইলে কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ম.  হারুন বলেন, ‘অল্পকিছু দিনের মধ্যেই আমাদের হল ফান্ড থেকে টাকা দিয়ে একটি পানির ফিল্টার কিনবো। অন্যান্য হলগুলোতে যেরকম পানি বিশুদ্ধ করণের ফিল্টার আছে সেরকম কিনার জন্য সংশ্লিষ্ট ব্যাক্তিদেরকে বলেছি। ভিসি স্যার বলেছেন আমাদের হলের সমস্যাগুলো খুব দ্রুতই সমাধান করার চেষ্টা করবেন।’

বিশ্ববিদ্যালয়ের বাকি হলগুলোতে সুপেয় পানির ব্যাবস্থা থাকলেও কাজী নজরুল ইসলাম হলে নেই। এই বিষয় জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, ‘হলের বিভিন্ন সমস্যাগুলো প্রভোস্ট সমাধান করে থাকেন। আমি প্রভোস্টের সাথে কথা বলবো যেন দ্রুত এটার সমাধান হয়।’

প্রসঙ্গত, কুবির অন্যান্য হলগুলোতে রয়েছে সুপেয় পানির ব্যাবস্থা।