উপদেষ্টা মোস্তফা সরয়ারের অবস্থা আশংকামুক্ত, জানালেন তিশা

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা © সংগৃহীত

কক্সবাজারে অসুস্থ হয়ে পড়া সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি আশংকামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। শনিবার (১৬ আগস্ট) দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তিনি।

তিশা ফেসবুকে লিখেছেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশংকামুক্ত। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’

কক্সবাজার সফরকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য মোস্তফা সরয়ার ফারুকীকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ইমরান হোসাইন সজীব।

আরও পড়ুন: এনসিপির ডিজে পার্টিতে ‘জয় বাংলা’ বিতর্কে যুবদলের হামলা, আহত ১

তিনি বলেন, ১৫ আগস্ট ৫ দিনের সফরে কক্সবাজার আসেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ১৯ আগস্ট সফর শেষে কক্সবাজার ত্যাগ করার কথা ছিল। এ সফরে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল।

তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে কক্সবাজার শহরের হোটেল ওশান প্যারাডাইসে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারুকী। তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়। বড় কোনো জটিলতা না থাকলেও চিকিৎসকের পরামর্শে সফর সংক্ষিপ্ত করে রাত ১০টার দিকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে।