বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ

বিক্ষোভ মিছিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
বিক্ষোভ মিছিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা © টিডিসি ফটো

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির প্রয়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে গফরগাঁও উপজেলা, পাগলা থানা ও পৌর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় স্মৃতিসৌধের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক আহ্বায়ক প্রয়াত নাজমুল হকের বাড়িতে অগ্নিসংযোগকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাতাহ খান, জেলা বিএনপির সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, জেলা দক্ষিণ বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান, জালাল উদ্দিন এবং প্রয়াত নাজমুল হকের ছোট ছেলে অ্যাডভোকেট নাদিমুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে নাজমুল হকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বাড়ির সবকিছু ধ্বংস করে ফেলা হয়েছে। এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানান বক্তারা।