আলোচনার টেবিলে ইউক্রেনকে আনতেই চেষ্টা করছি: ট্রাম্প
- ১৬ আগস্ট ২০২৫, ২০:২৬
আন্তর্জাতিক শান্তি উদ্যোগের অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে আলাসকার উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় তিনি সাংবাদিকদের জানান, ‘আমি ইউক্রেনের হয়ে কোনো চুক্তি করতে আসিনি, বরং তাদের আলোচনার টেবিলে আনতে চেষ্টা করছি।’
ট্রাম্প বলেন, ইউক্রেনের ভূখণ্ড বিষয়ক কোনো সিদ্ধান্ত তাদের নিজস্ব বিষয়, যুক্তরাষ্ট্র এখানে আরোপিত কোনো অবস্থান নিতে চায় না। তিনি জোর দিয়ে বলেন, ‘এই যুদ্ধ একটি রক্তপাতপূর্ণ সংকট, এবং আমি চাই এটি দ্রুত শেষ হোক।’
রয়টার্সের খবরে বলা হয়েছে, এই বৈঠকটি অনুষ্ঠিত হবে আলাস্কার বৃহত্তম শহরের একটি পুরনো বিমানঘাঁটিতে, যা নিরাপত্তার দিক থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এটি ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার পর পুতিনের সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠক হতে যাচ্ছে। উভয় নেতাই এই বৈঠক থেকে কূটনৈতিক ও রাজনৈতিক অগ্রগতি আশা করছেন।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এই বৈঠক সফল হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপাক্ষিক দ্বিতীয় বৈঠক আয়োজন করা হতে পারে, যা আরও তাৎপর্যপূর্ণ হবে।
অন্যদিকে, বৈঠকের আগে পুতিন রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন মার্কিন-সোভিয়েত সহযোগিতার স্মারকস্থলে ফুল অর্পণ করেন, যা বিশেষ কূটনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
ক্রেমলিন সূত্রে জানা গেছে, পুতিন স্থানীয় সময় বেলা ১১টায় আলাস্কায় পৌঁছাবেন এবং ট্রাম্প নিজেই বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন।