সড়ক দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল
- ১৬ আগস্ট ২০২৫, ০০:০৭
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকায় সড়ক দুর্ঘটনায় গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার নন্দপুর এলাকার তুষ্টচরণ মণ্ডলের ছেলে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে মাওনা এলাকার দিকে যাচ্ছিলেন গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল। পথের বড়চালা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি দ্রুতগামী যানবাহন মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তীব্র সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই গাড়িটি নিয়ে চালক পালিয়ে যায়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ জামান জানান, মৃতদেহ থানায় আনা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গাজীপুরে সড়ক দুর্ঘটনার প্রবণতা দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক। গত সাত মাসে জেলার বিভিন্ন সড়কে একাধিক প্রাণহানি ঘটেছে, যার বড় অংশই মোটরসাইকেল দুর্ঘটনা।
স্থানীয়রা মনে করেন, গাজীপুরে দুর্ঘটনা বৃদ্ধির পেছনে রয়েছে আঞ্চলিক সড়কে অতিরিক্ত গতিসম্পন্ন যানবাহনের চলাচল, মোটরসাইকেল আরোহীদের আইন অমান্য ও হেলমেট না পরা, সড়কের নকশাগত ত্রুটি এবং পর্যাপ্ত নজরদারির অভাব। এ প্রবণতা কমাতে দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিডব্রেকার, সিসিটিভি ও গতি-নিয়ন্ত্রণ প্রযুক্তি স্থাপন, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং স্থানীয় পর্যায়ে দুর্ঘটনার সঠিক তথ্য সংগ্রহ ও প্রকাশের প্রয়োজনীয়তার কথা তারা উল্লেখ করেছেন।