শহীদ সাজিদের শাহাদাতবার্ষিকীতে জবি শিবিরের দোয়া ও কুরআন খতম
- ১৬ আগস্ট ২০২৫, ১৫:১৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র শহীদ ও জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী শহীদ একরামুল হক সাজিদের শাহাদাতবার্ষিকী এবং তার বাবার সুস্থতা কামনায় দোয়া ও কুরআন খতমের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাগরিবের নামাজ শেষে মসজিদের প্রধান খতিব হাফেজ মাওলানা সালাহ্ উদ্দিন ‘শাহাদাতের গুরুত্ব ও শহীদের মর্যাদা’ বিষয়ক আলোচনা করেন। পরে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ ‘শহীদদের সম্মান’ শীর্ষক বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. রিয়াজুল ইসলাম দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শহিদ ইকরামুল হক সাজিদ গতবছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচিতে মিরপুর এলাকায় পুলিশের গুলিতে আহত হন। মাথার পেছনে প্রবেশ করা বুলেট চোখের পেছনে আটকে যায়। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং পরে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৪ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।