অবসরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম

ড. খ. ম. কবিরুল ইসলাম।
ড. খ. ম. কবিরুল ইসলাম। © টিডিসি সম্পাদিত

সরকারি চাকরি থেকে অবসরে গেলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম। ১১তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ৩৩ বছর কর্মজীবনের আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ছিল তার শেষ কর্মদিবস।

এ বিষয়ে ড. খ. ম. কবিরুল ইসলাম জানান, গত ডিসেম্বর মাসের শুরু তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়ে ৮ মাস দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার তিনি অবসরে যাচ্ছেন। 

অবসরে পর কী করবেন, এ প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার যদি নতুন কোনো দায়িত্ব দেন তিনি তা পালন করবেন। আর না হলে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত থাকবেন। পাশাপাশি দেশের শিক্ষক সেক্টর নিয়েও কাজ করবেন।

গতকাল বুধবার (১৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে বিভাগের সভাকক্ষে এডুকেশন রিপোটার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান। অবসর উত্তর ছুটিতে যাওয়ার আগে বিভাগটির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এসময় মতবিনিময় করেন সচিব।

ড. খ. ম. কবিরুল ইসলাম একজন সৎ, দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা হিসেবে সুপরিচিত। আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরের শাসনামলে প্রশাসনের অনেক কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত ছিলেন। এমনকি তারা দীর্ঘ সময়ে একটি পদোন্নতিও পাননি।

ড. খ. ম. কবিরুল ইসলামও তাদেরই একজন। ২০২৪ সালের ৫ আগস্টের পর সরকার পরিবর্তন হলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান। পরে ডিসেম্বরের শুরুতে তাকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব করা হয়েছিল।