ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজসহ ৩ প্রতিষ্ঠানের দাবিতে মানববন্ধন
- ১৫ আগস্ট ২০২৫, ২৩:০০
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে শহরের প্রধান সড়কে এ কর্মসূচি হয়। এতে সভাপতিত্ব করেন ফাহিম মুনতাসির ও সঞ্চালনা করেন সানিউর রহমান।
মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী তিশা রানী পোদ্দার, কাজী রায়হান শাহ, শাহ আলম পালোয়ান, জাহিদ হোসেন, তৌফিক হাসান ও হোসাইন ইসলাম জয়।
বক্তারা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আমরা ৫-৬ বছর ধরে আন্দোলন করে যাচ্ছি। গত ৩ আগস্ট অর্থ উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে ডিও পত্র পাঠিয়েছেন। এতে আমরা আশায় বুক বেঁধেছি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এ কার্যক্রম শুরু হোক। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগও দ্রুত নেওয়া হোক।’
তারা আরও বলেন, ‘বিগত সরকারও আমাদের এই দাবির বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিল এবং একনেক বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু বাস্তবায়ন হয়নি। বর্তমান ইন্টেরিম সরকার ছাত্র-জনতার আন্দোলনের ফসল তাদের কাছ থেকে আমরা আশাহত হতে চাই না। আর যদি এবারও আশাহত হই, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।’