আইএইচটি-ম্যাটস ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- ১৯ আগস্ট ২০২৫, ০৯:৪৬
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) সমূহে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ও ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স ও ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে সরকারি ও বেসরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) সমূহে ভর্তির জন্য ভর্তিচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন আহবান করা হচ্ছে।
প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ২০২১ হতে ২০২৫ সালের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে নূন্যতম জিপিএ ৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উল্লিখিত পরীক্ষায় আবশ্যিকভাবে জীববিজ্ঞান থাকতে হবে এবং জীববিজ্ঞানে নূন্যতম জিপিএ ২ পয়েন্ট হতে হবে।
ভর্তি পরীক্ষা কার্যক্রম
অনলাইন আবেদন শুরু: ১৪ আগস্ট সকাল ১০টা।
অনলাইন আবেদন শেষ: ২৭ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট।
ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৮ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট।
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড: ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা হতে ১৬ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ভর্তি পরীক্ষা: ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত।
ভর্তিচ্ছু প্রার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইন (http://dgme.teletalk.com.bd) আবেদন দাখিল করতে হবে। ভর্তি পরীক্ষার ফি ৭০০ টাকা (অফেরৎযোগ্য)। ফি প্রি-প্রেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। ভর্তি পরীক্ষার শর্তাবলী, ভর্তির যোগ্যতা, ভর্তি পরীক্ষার কেন্দ্র, আইএইচটি, ম্যাটস এর আসন সংখ্যা ও বিন্যাস, অনলাইন ফরম পূরণের নিয়মাবলী প্রার্থী নির্বাচন ও ভর্তি সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে জানা যাবে।
আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ সেপ্টেম্বর
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট পোর্টাল www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও টেলিটকের ওয়েব পোর্টাল http://dgme.teletalk.com.bd হতে জানা যাবে।
এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৫ এর গুনিতক দ্বিগুন হিসেবে ১০ নম্বর এবং ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফল থেকে জাতীয় মেধা অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে। ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪০। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার অকৃতকার্য প্রার্থীরা কোনো সরকারি ও বেসরকারি আইএইচটি ও ম্যাটসে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।
সরকারি বা বেসরকারি যে কোনো আইএইচটি বা ম্যাটসে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-এ ছাত্র-ছাত্রী ভর্তি নীতিমালা, ২০২৫ প্রযোজ্য হবে। পরীক্ষায় অবতীর্ণ, উত্তীর্ণ বা নির্বাচিত কোনো প্রার্থীর দেয়া তথ্য (যা ফলাফল নির্ধারণে বিবেচিত হতে পারে) অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে তার পরীক্ষা, ফলাফল বা ভর্তি যে কোনো সময় বাতিল বলে গন্য হবে। যে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।