জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএসসির নতুন সিলেবাস প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো
জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো © টিডিসি সম্পাদিত

বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম। নতুন সিলেবাসে সফট স্কিল, হার্ড স্কিল ও কারিগরি শিক্ষা আবশ্যক হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। গতানুগতিক ধারা পরিবর্তন করে দক্ষতাভিত্তিক এবং বিভিন্ন উন্নত দেশের সঙ্গে মিল রেখে কর্মসংস্থানমুখী শিক্ষাক্রম তৈরি করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিমধ্যে অনার্স পর্যায়ের কারিকুলামে নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে। পরে পর্যায়ক্রমে ডিগ্রি ও মাস্টার্সের কারিকুলামেও  নতুন সিলেবাস প্রণায়ন করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সম্মানের শিক্ষাক্রম সিলেবাস পরিমার্জন শেষে ১ম বর্ষের সিলেবাসটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) নতুন বিষয়গুলোর সিলেবাস দেখুন এখানে- বোটানি, জিওগ্রাফি, গণিত, ফিজিক্স, সয়েল সায়েন্স, জিওলজি, স্ট্যাটিসটিকস

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস প্রণয়ন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের ডিন ড. এ এইচ রুহুল কুদ্দুস দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন সিলেবাস প্রণায়ণ করা হয়েছে। আগামী ২০২৪-২৫ শিক্ষবর্ষ থেকে এই সিলেবাস কার্যকর করা হবে। প্রাথমিকভাবে ১ম ও ২য় বর্ষে নতুন সিলেবাস প্রণয়ন করেছি বাকিগুলো প্রণয়ন করার কাজ চলমান রয়েছে।

এর আগে, জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে নতুন সিলেবাস দেওয়া হয়। তারপর দীর্ঘদিন পর আবারও সফট স্কিল, হার্ড স্কিল ও কারিগরি শিক্ষা আবশ্যক করে নতুন সিলেবাস প্রণায়ন করা হয়েছে।