১৬ বছর পর হচ্ছে হবিগঞ্জে জেলা বিএনপির কাউন্সিল

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন
দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন © সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন। আগামী ২০ আগস্ট পৌরসভা মাঠে আয়োজিত এ কাউন্সিলে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানএবং উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কাউন্সিল ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ।

‎দলীয় সূত্র জানায়, সোমবার (১১ আগস্ট) জেলা বিএনপির বিশেষ সভায় কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়। পৌরসভা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।

‎সম্মেলন সফল করতে উপকমিটি ও ১৭ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই পাঁচটি পদে গোপন ব্যালটে ভোট হবে। প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট পদ থেকে পদত্যাগ করতে হবে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেন ছেলে, উপাচার্য বললেন ‘স্বজনপ্রীতি হয়নি’

‎সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জি কে গউছ, শাম্মী আক্তার ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া। সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম ও গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল।

‎জানা গেছে, সর্বশেষ জেলা বিএনপির কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৩০ ডিসেম্বর। ওই কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন সৈয়দ মো. ফয়সল ও সাধারণ সম্পাদক হন জি কে গউছ। বর্তমানে জি কে গউছের নেতৃত্বে জেলা বিএনপির কার্যক্রম চলছে।

‎দীর্ঘদিন পর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের পক্ষে প্রচারণা চলছে।

‎জি কে গউছ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সিলেট বিভাগের সব জেলায় দ্রুত কাউন্সিল সম্পন্ন করা হচ্ছে। হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলের প্রস্তুতি শেষ পর্যায়ে।